https://themesbazar.net/eschool/ এই ওয়েবসাইটের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আধুনিক, রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন করুন, যা Elementor দিয়ে বানানো যাবে। থিমটিতে নিচের সেকশনগুলো থাকবে:
- হিরো ব্যানারে ভর্তি সংক্রান্ত তথ্য ও বোতাম
- নোটিশ বোর্ড বা গুরুত্বপূর্ণ ঘোষণা
- কোর্স/ক্লাসের তালিকা
- শিক্ষক/স্টাফদের প্রোফাইল
- অ্যাকাডেমিক ক্যালেন্ডার
- প্রতিষ্ঠানের পরিচিতি
- ভর্তি তথ্য ও ডাউনলোডযোগ্য ফরম
- যোগাযোগ ফর্ম ও গুগল ম্যাপ
- ফুটারে ঠিকানা, সোশ্যাল লিংক ও গুরুত্বপূর্ণ লিংক
থিমটি পরিষ্কার ডিজাইনযুক্ত হবে, প্রাইমারি কালার হিসেবে নীল বা সবুজ ব্যবহার করুন এবং বাংলা ভাষাভাষীদের উপযোগী হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষার জন্য ফন্ট রিডেবল হতে হবে।
একটি হোমপেজ ডিজাইনের সম্পূর্ণ লেআউট (wireframe) এবং কালার প্যালেট ও ফন্ট সাজেশন দিন।